। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৫ জুলাই ।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO আগামী সপ্তাহে ‘সৌরযান-২’ মিশন উৎক্ষেপণ করতে চলেছে, যা সূর্যের বাইরের স্তর অর্থাৎ করোনার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাবে। এই মিশন ভারতের দ্বিতীয় সৌর অভিযান, যা আগের মিশন ‘আদিত্য-এল১’-এর সাফল্যের ভিত্তিতে তৈরি। সৌরযান-২ সূর্যের বিকিরণ, চৌম্বকীয় ক্ষেত্র এবং তাপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
এই উপগ্রহটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এবং এটি সূর্য-পৃথিবীর মধ্যবর্তী ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ (L1)-এ অবস্থান নেবে, যেখানে থেকে সূর্যের দিকে নিরবচ্ছিন্নভাবে নজর রাখা সম্ভব। এই মিশনের মাধ্যমে সৌর ঝড়, সৌর বিস্ফোরণ এবং অন্যান্য মহাজাগতিক বিকিরণের গতিপ্রকৃতি আগাম শনাক্ত করা সম্ভব হবে, যা পৃথিবীর স্যাটেলাইট, টেলিযোগাযোগ এবং ইলেকট্রনিক নেটওয়ার্ক রক্ষায় সহায়ক হবে।
‘সৌরযান-২’ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এর সব যন্ত্রপাতি ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার ফসল। এটি শুধু ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক নয়, বরং বৈশ্বিক স্তরে ভারতের মহাকাশ গবেষণার নেতৃত্বের সম্ভাবনা তুলে ধরে। এই মিশনের সাফল্য ভারতকে সূর্য পর্যবেক্ষণে বিশ্বের প্রথমসারির দেশগুলোর মধ্যে স্থাপন করবে।

