। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৭ জুলাই।
ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন রাষ্ট্রীয় নেতা। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও সমাজ সংস্কারক। তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও প্রাসঙ্গিক। তিনি নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, সাংস্কৃতিক চেতনা ও অটল দেশভক্তি আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। গতকাল জিরানীয়া অগ্নিবীনা হলে আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে একথা বলেন পর্যটন, খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং জিরানীয়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনদর্শন অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের মূলমন্ত্র ছিল দেশপ্রেম। তিনি বিশ্বাস করতেন সবার আগে দেশ, তারপর অন্য কিছু। পর্যটনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকের উচিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চেতনার উত্তরাধিকার বহন করা। একতা ঐক্য ও সংহতির মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের এই মহান দেশকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। তাছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রনজিৎ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রানীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ সারথী সাহা। ধন্যবাদ জ্ঞাপন রাখেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। এ উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান।

