TruJet পুনরায় চালু

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৭ জুন।

২০২৫ সালের নভেম্বর থেকে TruJet আবারও আকাশে উড়তে চলেছে। কেন্দ্রীয় সরকার এই এয়ারলাইন্সটিকে নতুন করে জাতীয় স্তরের একটি পূর্ণ পরিষেবা বিমান সংস্থা হিসেবে চালুর অনুমোদন দিয়েছে। TruJet, যা আগে Turbo Megha Airways নামে পরিচিত ছিল, এবার এয়ারবাস A320 বিমানের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। সংস্থাটি পুনরুজ্জীবনের জন্য নতুন মালিকানায় আসছে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মধ্যে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। ভারতের ক্রমবর্ধমান বিমান যাত্রীর চাহিদা মেটাতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *