সীমান্তবর্তী এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা: বিশালগড়–সোনামুড়া মহুকুমা

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৭ জুন।

জন জীবনে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় রাত ৮টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত সময়ে জনসাধারনের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনএসএস, ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধ ১৩ জুন, ২০২৫ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে। তবে শান্তি, শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক এবং পুলিশবাহিনীর সদস্যগণ, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতি প্রাপ্ত ব্যাক্তিগণ, জরুরী সরকারী কাজে নিযুক্ত সরকারি কর্মচারি এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিগণ উক্ত বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএসএস, ২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *