। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৬ জুন।
প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি গত ১২ জুন একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আজ, ১৬ জুন, তাঁকে রাজ্য মর্যাদায় শেষকৃত্য দেওয়া হচ্ছে। গুজরাট সরকার আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সরকারি অফিসে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।