। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৫ জুন।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরিকুন্ডে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন যাত্রী ও ক্রু। রবিবার ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশি ফেরার সময় আরিয়ান এভিয়েশনের একটি বেল-৪০৭ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া ছিল। হেলিকপ্টারটি গৌরিকুন্ডের অরণ্যাঞ্চলে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়াকেই কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। রাজ্য প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত দেহগুলো উদ্ধার করেন। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল, এবং বাকিরা তীর্থযাত্রী বলে জানা গেছে। হেলিকপ্টারটির অভিজ্ঞ পাইলটও দুর্ঘটনায় নিহত হন। রাজ্য সরকার দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং আপাতত সমস্ত তীর্থভ্রমণের হেলিকপ্টার পরিষেবা স্থগিত রাখা হয়েছে।এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে পার্বত্য অঞ্চলে তীর্থভ্রমণ ও পর্যটনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যাত্রী সুরক্ষার দিক থেকে নতুন পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সর্বত্র। এ ধরনের দুর্ঘটনা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষিত পাইলট নিয়োগ এবং আবহাওয়া পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।