চাপের কাছে পিছু হটতে বাধ্য হল বোর্ড কতৃপক্ষকে

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ফেব্রুয়ারি।
তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা সহ জনজাতিদের ঐক্যবদ্ধ হুঙ্কারের মুখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. গন চৌধুরী কে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হতে হল।
তিনি জানিয়েছেন পর্ষদ পরীক্ষায় ককবরক ভাষা রোমান ও বাংলা হরফে লেখা যাবে। শীঘ্রই তিনি স্কুল কতৃপক্ষ কে নির্দেশ জারি করবেন। সম্প্রতি তিনি বলেছিলেন পর্ষদের পরীক্ষার সময় রোমান হরফে লেখা যাবে না।যারা রোমান হরফে ককবরক লিখবেন তাদের বিরুদ্ধে পর্ষদ ব্যবস্থা নিবে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর জনজাতিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা এবং মথার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা বিষটি সুরাহা করতে পর্ষদের কাছে দাবি করেন। নয়তো আগামী দিনে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছিল। সামনে লোকসভা নির্বাচন। হয়তো সরকার বিষয়টি মাথায় রেখে রোমান হরফ নিয়ে আর এগিয়ে যেতে চায় নি।
উল্লেখ্য ১৯৬৭ সালে তৎকালীন উপজাতি যুব সমিতি প্রথম ককবরক ভাষা লিপি রোমান দাবি করেছিল।
কিন্তু ১৯৭৯ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার ককবরক ভাষা কে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছিল।তখন বাংলা হরফকে ককবরক চর্চা করতে শুরু করছিল। দীর্ঘ বছর আন্দোলন চলতে থাকায় এখন রোমান হরফে ককবরক ভাষা চর্চা স্বীকৃতি পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *