Categories: others

এই শতকের সেরা ৫০ সিনেমা কোনগুলো

চলতি শতকে মুক্তি পেয়েছে অনেক সিনেমা। এর মধ্যে সেরার তালিকায় থাকবে কোনগুলো? চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম হলিউড রিপোর্টারের ছয় চলচ্চিত্র সমালোচক বেছে নিয়েছেন সেরা ৫০ সিনেমা। অনেক যাচাই-বাছাইয়ের পর তাঁরা এই সিনেমাগুলো নির্বাচন করেছেন। স্বচ্ছতা বজায় রেখে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রথমে ১০০ ছবির একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সবাই ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়েছেন। এই ভোটের মাধ্যমে পরের ধাপের জন্য বেছে নেওয়া হয়েছে প্রায় ৮০টি সিনেমা। এরপর এই ছবিগুলোকে ০ থেকে ৩ পর্যন্ত পয়েন্ট দেওয়া হয়েছে। এভাবে বেশি পয়েন্ট পাওয়া ছবিগুলোকে বেছে নেওয়া হয়েছে।

এ তালিকা ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমা থেকে করা হয়েছে। ২০২২ সালের কোনো ছবি তালিকায় নেই। সমালোচকদের মতে, মুক্তির এত কম সময়ের মধ্যে কোনো ছবিকে বিচার করা সম্ভব নয়।

এ তালিকায় ১৮টি অ-ইংরেজি সিনেমা স্থান পেয়েছে। নারী পরিচালকের সিনেমা রয়েছে ১১টি। ৬টি তথ্যচিত্র ও ২টি অ্যানিমেশন ফিল্ম এ তালিকায় জায়গা করে নিয়েছে। অস্কারজয়ী সিনেমা রয়েছে ২টি।
হলিউড রিপোর্টারের ছয় চলচ্চিত্র সমালোচকের বেছে নেওয়া সেরা ৫০ সিনেমার তালিকাটি দেখে নেওয়া যাক।

৫০. ‘উইকেন্ড’ (২০১১)
৪৯. ‘ব্ল্যাক প্যান্থার’ (২০১৮)
৪৮. ‘টাইম’ (২০২০)
৪৭. ‘ব্রাইট স্টার’ (২০০৯)
৪৬. ‘পারিয়া (২০১১)
৪৫. ‘ব্রাইডসমেইডস’ (২০১১)
৪৪. ‘থিংস টু কাম’ (২০১৬)
৪৩. ‘গ্রিজলি ম্যান’ (২০০৫)
৪২. ‘নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ’ (২০২০)
৪১. ‘প্যান’স ল্যাবিরিন্থ’ (২০০৬)
৪০. ‘সামার অব সোল’ (২০২১)
৩৯. ‘আই অ্যাম নট ইয়োর নিগ্রো’ (২০১৬)
৩৮. ‘চিল্ড্রেন অব মেন’ (২০০৬)
৩৭. ‘ওয়েন্ডি অ্যান্ড লুসি’ (২০০৮)
৩৬. ‘লাভার্স রক’ (২০২০)
৩৫. ‘দ্য ফেভারিট’ (২০১৮)
৩৪. ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ (২০১০)
৩৩. ‘পোর্ট্রেট অব আ লেডি অন ফায়ার’ (২০১৯)
৩২. ‘দ্য রিটার্ন’ (২০০৩)
৩১. ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ (২০১৬)
৩০. ‘ম্যারি অ্যাটোনেট’ (২০০৬)
২৯. ‘ডেথ অব মিস্টার লাজারেস্কু’ (২০০৫)
২৮. ‘আ সিরিয়াস ম্যান’ (২০০৯)
২৭. ‘অ্যাট বারকেলে’ (২০১৩)
২৬. ‘অ্যান্ড ইয়োর মাদার টু’ (২০০১)

২৫. ‘কল মি বাই ইয়োর নেম’ (২০১৭)
২৪. ‘তিমবুকতু’ (২০১৪)
২৩. ‘থার্টি ফাইভ শটস অব রাম’ (২০০৮)
২২. ‘বিফোর সানসেট’ (২০০৪)
২১. ‘প্যারাসাইট’ (২০১৯)
২০. ‘ফার ফ্রম হ্যাভেন’ (২০০২)
১৯. ‘ড্রাইভ মাই কার’ (২০২১)
১৮. ‘শপলিফটার্স’ (২০১৮)
১৭. ‘টক টু হার’ (২০০২)
১৬. ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ (২০০৪)
১৫. ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ (২০২১)
১৪. ‘ওয়াল-ই’ (২০০৮)
১৩. ‘বার্নিং’ (২০১৮)
১২. ‘মুনলাইট’ (২০১৬)
১১. ‘বয় হুড’ (২০১৪)
১০. ‘গেট আউট’ (২০১৭)
৯. ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেইজ’ (২০০৭)
৮. ‘ইন দ্য মুড ফর লাভ’ (২০০০)
৭. ‘ব্রোকব্যাক মাউন্টেইন’ (২০০৫)
৬. ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (২০০১)
৫. ‘মুলহোল্যান্ড ড্রাইভ’ (২০০১)
৪. ‘জোডিয়াক’ (২০০৭)
৩. ‘দ্য গ্লিনার্স অ্যান্ড আই’ (২০০০)
২. ‘ইনসাইড লুয়েন ডেভিস’ (২০১৩)
১. ‘ই ই’ (২০০১)

Habely

Recent Posts

পেকিছড়া উদ্বাস্তুদের সীমাহীন দুর্ভোগ: প্রশাসন নীরব: বিরোধী বিধায়ক দ্বয়েরএলাকা সফর

। হাবেলী ডিজিটাল ডেস্ক প্রতিনিধি পেতিছড়া থেকে ফিরে।১৭ মে। তীব্র তাপদাহে মধ্যে দুর্বিসহপরিবেশে উদ্বাস্ত ভূমি…

12 hours ago

শাসকদলের মন্ত্রী নেতা সবাই নির্বাচনে প্রচারে ব্যস্ত বঙ্গে

। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১০ মে। লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী,মন্ত্রী, বিধায়ক সহ বি…

1 week ago

বিশেষ ট্রেন আগরতলা গুয়াহাটি চলবে

। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা। ৩০ এপ্রিল। আগামী ১ এপ্রিল থেকে আগরতলা গুয়াহাটি মধ্যে বিশেষ ট্রেন…

2 weeks ago

গুলি করে হত্যা

।হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।৩০ এপ্রিল। আজ সন্ধ্যায় স্থানীয় ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসাদ দেবকে দুস্কৃতিকারিরা…

2 weeks ago

আগরতলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

আগরতলা, ২৮ এপ্রিল : আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে…

3 weeks ago

স্কুলে ছুটি আরো তিন দিন বাড়ল

। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা। ২৮ এপ্রিল । তীব্র তাপদাহে কারণে রাজ্য সরকার স্কুলগুলোতে আরো তিনদিনের…

3 weeks ago

This website uses cookies.