আগরতলা বইমেলা থিম ভব্য ভারত
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ ফেব্রুয়ারি।৪২ তম আগরতলা বই মেলা আগামী ২১ ফেব্রুয়ারি থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এ শুরু হবে। চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। এইবার বইমেলা থিম হল ভব্য ভারত। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেলে বইমেলা লটারি আগরতলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুষ্ঠিত হবে। এইবার বইমেলাতে প্রায় ১৩৫ টি স্টল অংশ গ্ৰহন করতে পারে।মেলা …


