সুকান্তের মনোনয়নেমুখ্যমন্ত্রী মানিক
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।৪ এপ্রিল। বি জে পি পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সভাপতি ড.সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনে বালুর ঘাট কেন্দ্র থেকে লড়াই করবেন।আজ শ্রীমজুমদারমনোনয়নপত্র দাখিল করেছেন। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বালুর ঘাট এলাকায় একটি সুসজ্জিত মিছিল বের হয়। সেই মিছিলে মুখ্যমন্ত্রী শ্রীসাহা অংশ গ্ৰহন পথে হেঁটেছেন।




