শিবগোরক্ষনাথ মন্দিরে বাৎসরিক উৎসব ও মেলা
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ মে।নোয়ানীয়ামুড়াতে আজ যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী শিব গোরক্ষনাথ মন্দিরে দ্বিবার্ষিক পূজা ও মেলাআয়োজন করা হয়। আজ সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড় জমতে থাকে। দুপুরে মন্দিরে শিবগোরক্ষনাথের পূজা হয়। পূজা শেষে দিনভর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।বিকেল থেকে মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ গ্ৰামীন পরিবেশে মেলা আসর বসে। সেখানে বিভিন্ন দোকানীগন বিভিন্ন পসরা …




