ধরতি আবা জনভাগিদারি অভিযান
। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৩ জুন। ধরতি আবা জনভাগিদারি অভিযান উত্তর ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। ৩০ জুন পর্যন্ত চলবে এই অভিযান। আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন এক সাংবাদিক বৈঠকে এই সংবাদ জানিয়েছেন। জেলাশাসক বলেন, জনজাতি অংশের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে গৃহিত এই অভিযানে উত্তর …