। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৬ জুলাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সফরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে বিশেষ সম্মান লাভ করেছেন। শহরের মেয়র তাঁকে ‘Key to the City’ পুরস্কারে ভূষিত করেন, যা ঐতিহাসিকভাবে বন্ধুত্ব ও বিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত। এই সফরে মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে–এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা এবং কৃষিখাতকে ঘিরে পারস্পরিক সহযোগিতার বিষয়।এই সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁর ভাষণে তিনি ভারত ও লাতিন আমেরিকার সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এই মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সম্ভাবনা রয়েছে, যেখানে ভারত-যুক্তরাজ্য মুক্তবাণিজ্য চুক্তি (FTA) নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। একই সঙ্গে তিনি মালদ্বীপের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ জুলাই সেখানে সফর করবেন বলে খবর। এটি মলদ্বীপের নতুন রাষ্ট্রপতি মুজ্জুর আমলে মোদীর প্রথম সরকারি সফর হতে চলেছে। সফরের মূল উদ্দেশ্য থাকবে ভৌগোলিক কৌশলগত সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা।