। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৪ জুন।
আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব কুমারঘাট মহকুমায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, ভাইস চেয়ারম্যান শঙ্কর দাস, কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াং, মহকুমা শাসক এম এস চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ সহ ডিসিএম গণ, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মহকুমার বিভিন্ন প্রান্তের রথযাত্রা আয়োজক কমিটির সদস্যগণ। মহকুমা শাসক রথযাত্রা উদযাপনের নিয়মবিধি নিয়ে সভায় বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, আগামী ২৭জুন রথযাত্রা উদযাপন ও ৫ জুলাই উল্টো রথযাত্রা উদযাপনের জন্য মহকুমা প্রশাসন থেকে আগাম অনুমতি নিতে হবে। অনুমতির জন্য আগামী ২৫ জুনের মধ্যে আবেদন করতে হবে। রথযাত্রা ও উল্টোরথ যাত্রায় রথের উচ্চতা চূড়া সহ ১২ ফুটের বেশি করা যাবে না এবং রথের চূড়ায় ধাতব বস্তু লাগানো যাবে না। রথযাত্রা ও উল্টোরথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিসিএম দের নেতৃত্বে চারটি টিম গঠন করা হয়েছে। এই টিমে অগ্নি নির্বাপক, বিদ্যুৎ নিগম, পূর্ত, পুলিশ ও বনদপ্তরের আধিকারিকগণ থাকবেন। প্রত্যেক রথযাত্রা উদযাপন কমিটিকে শোভাযাত্রা বের করার সময় পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখার জন্য বলা হয়েছে। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুটি অনুষ্ঠানের শোভাযাত্রা বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিটের মধ্যে শেষ করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।