কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২২ সেপ্টেম্বর ।

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাকক্ষে সম্প্রতি জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এই স্থায়ী কমিটির সভাপতি মলয় লোধ। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান, চলতি অর্থবছরে খারিফ মরশুমে এখন পর্যন্ত পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন কৃষি মহকুমায় ৫৫ হেক্টর জমি আয়ুষ ধান, ১৫,৫০০ হেক্টর জমি আমন ধান, ৫৯০ হেক্টর জমি জুম এবং ৮১১ হেক্টর জমি ভুট্টা চাষের আওতায় এসেছে। এছাড়া ৫৮০ হেক্টর জমি ডালজাতীয় শস্যচাষের আওতায় এসেছে। চলতি অর্থবছরে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে এখন পর্যন্ত ৭০ জনের ঋণ মঞ্জুর করা হয়েছে এবং এতে মোট ৪৮ লক্ষ ৫৮ হাজার টাকা ব্যয় হয়েছে। পশ্চিম জেলায় সার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

সভায় মৎস্য দপ্তরের আধিকারিক জানান, চলতি অর্থবছরে পশ্চিম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২,১৭৩ জন মৎস্যচাষিকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ চলছে এবং এতে মোট ১ কোটি ২০ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয় হবে। চলতি অর্থবছরের এখন পর্যন্ত পশ্চিম জেলার সদর মহকুমায় ৩ জন, জিরানীয়া মহকুমায় ৭ জন ও মোহনপুর মহকুমায় ৫ জন মাছ বিক্রেতাকে আইস বক্স সহ তিন চাকার ই-রিক্সা দেওয়া হয়েছে। এছাড়া সদর মহকুমায় ৮ জন, জিরানীয়া মহকুমায় ৬ জন এবং মোহনপুর মহকুমায় ১৪ জন মাছ বিক্রেতাকে জ্ঞাইস বক্স সহ সাইকেল দেওয়া হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনায় চলতি অর্থবছরে পশ্চিম জেলায় ১৫৪ জন সুবিধাভোগীকে মোরগ পালনে সহায়তা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *