। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২১ সেপ্টেম্বর ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে ঐদিন আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণাদেশ জারি করেছেন। জেলাশাসকের আদেশ অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত ট্রিপার, ইট বহনকারী গাড়ি, সিমেন্ট বহনকারী গাড়ি, রড বহনকারী গাড়ি, বাঁশ বহনকারী গাড়ি সহ সব ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জরুরী সেবা প্রদানকারী গাড়িগুলিকে ঐ সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলাশাসকের আদেশ অনুযায়ী বিকল্প রাস্তাগুলি হল- (১) নারায়ণপুর -নরসিংগড়-রামনগর- গান্ধীগ্রাম বাজার- শালবাগান- রাবার বোর্ড- চাঁনমারি। (২) জিবি- ইন্দ্রনগর- ধলেশ্বর-মঠচৌমুহনী- যোগেন্দ্রনগর- বাইপাস। (৩) এডিনগর- বটতলা- ফায়ার সার্ভিস- কের চৌমুহনী-শংকর চৌমুহনী- বড়জলা- ময়লাখলা (ভারত রত্ন ক্লাব হয়ে)- এমবিবি এয়ারপোর্ট। (৪) জিবি-আইএলএস- এসডিও চৌমুহনী- নন্দন নগর- বণিক্য চৌমুহনী- খয়েরপুর- আমতলী- খয়েরপুর বাইপাস- আমতলী

