জিবিপি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৯ সেপ্টেম্বর ।

রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সরকারের নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে। এবার আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে নতুন উন্নতমানের এন্ডোস্কোপি মেশিনে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছো গতকাল ১৮ সেপ্টেম্বর জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে রোগীদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানেএই এন্ডোস্কোপি মেশিন চালু করা হয়। উন্নতমানের এই সিভি-১৯০মেশিনটির বিশেষত্ব হলো এটি উন্নত এন্ডোস্কোপিক চিত্রের মাধ্যমে ভিডিও প্রসেসিং করে, ডায়াগনস্টিক বৈশিষ্ট্যগুলিকে খুব সহজেই চিহ্নিত করে, উন্নতমানের ইমেজ কোয়ালিটি প্রদান করে। এছাড়াও এই মেশিনে রক্তনালী, শ্লেষ্মা ও ঝিল্লির মধ্যে পার্থক্য করে এন্ডোস্কোপি রিপোর্ট প্রদান করে। ফলে রোগীর রোগ নির্ণয় করা ও সঠিক সমস্যাকে চিহ্নিত করা তরান্বিত হয়। এতদিন জিবিপি হাসপাতালে সিভি-১৫০ এবং সিভি-১৭০ মেশিন দিয়ে এন্ডোস্কোপি করানো ছুঁতো। গতকাল থেকে এই নতুন উন্নতমানের সিভি-১৯০ মেশিনের মাধ্যমে এন্ডোস্কোপি পরীক্ষা-নিরীক্ষাশুরু করা হয়েছে। উক্ত এন্ডোস্কোপি সিস্টেমটি খুবই উন্নত মানের, বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকারও বেশি। প্রথম দিনই উক্ত মেশিনে আপার এন্ডোস্কোপি করা হয় ১৪ জনের এবং লোয়ার এন্ডোস্কোপি অর্থাৎ কোলোনোস্কোপি করা হয় দুইজনের। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন হাসপাতালে মধ্যে কমপক্ষে পাঁচটি এই ধরনের মেশিন রয়েছে, যার মধ্যে এখন রাজ্যের আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালেও যুক্ত হল ‘উক্ত উন্নতমানের মেশিন। ফলে আগামী দিনে রাজ্যের রোগীরা এর সুফল লাভ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *