। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৯ আগস্ট ।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী অমরপুর মহকুমা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আজ অমরপুর চন্ডীবাড়ি মাঠে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ক্রীড়া পতাকা উত্তোলন করেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন বীণা রাণী পাল সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ। তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী এবং বিভিন্ন ক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করবেন।

