। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৬ আগস্ট ।
খোয়াই পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযুষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে আজ পুর পরিষদের কনফারেন্স হলে খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা, সদস্যা প্রীতি মজুমদার, পূজা দাস, বর্ণালী দেব, মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খোয়াই পুর পরিষদের উদ্যোগে নতুন টাউন হলে পুর পরিষদ ভিত্তিক মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পুর পরিষদের ১৫টি ওয়ার্ড থেকে শিল্পীগণ অংশ নেবেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থায়ী কমিটির সভাপতি পীযুষ কান্তি চৌধুরী নিজস্ব সংস্কৃতির ব্যাপক প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি এই শিল্পকে আরো বিকশিত করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

