। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা ।২৫ আগস্ট ।
জল সম্পদ দপ্তর ও নাবর্ডের সহযোগিতায় চলতি অর্থবছরে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে ছড়া ও নদী গুলির ৪৩টি স্থানে পাড় ভাঙ্গন রোধক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাঁধের মধ্যে বামুটিয়া ব্লকের লোহর নদীর পাড় বাঁধা সহ একটি আরসিসি ব্রীজ নির্মাণে কাজ শুরু করা হয়েছে। মোহনপুর ব্লকের সোনাই ছড়ার পাড়ও বাঁধা হবে। হেজামারা ব্লক এলাকার আখালিয়া, ব্রহ্মা, সোনাই, ঘড়াই ও মারানি এই ৫টি ছড়া ও নদীর ৯টি স্থানে পাড় বাঁধা হবে। ইতিমধ্যে এই ব্লকের ভারত চৌধুরী ভিলেজের আখালিয়া ছড়ার তিনটি স্থানে পাড় বাঁধার কাজ শুরু হয়েছে।
বেলবাড়ি ব্লক এলাকার হাওড়া নদী ও চাম্পাছড়া নদীর ১২টি স্থানে পাড় বাঁধার কাজ চলছে। ইতিমধ্যে এই ব্লকের চম্পকনগর ও মহারাম সর্দার পাড়া ভিলেজ এলাকার চাম্পাছড়া নদীর পাড় বাঁধার কাজ শেষ হয়েছে। পুরাতন আগরতলা ব্লক এলাকার হাওড়া নদীরও ১২টি স্থানে পাড় বাঁধার কাজ চলছে। জিরানীয়া ব্লক এলাকায়ও হাওড়া নদীর ৪টি স্থানে পাড় বাঁধার কাজ চলছে। মান্দাই ব্লকের ধনাইছড়া, ডাকদু ছড়া ও ঘোরামারা ছড়া ও নদীর ৪টি স্থানে পাড় বাঁধার কাজ চলছে। এই কর্মসূচিগুলির বাস্তবায়নে ১৮ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৮৭১ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। জল সম্পদ দপ্তরের পশ্চিম জেলার আগরতলা ১নং বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার এই সংবাদ জানিয়েছেন।

