। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২১ আগস্ট ।
সম্প্রতি আবহাওয়া দপ্তর থেকে ২১-২৫ আগষ্ট পর্যন্ত ভারী বর্ষণের সতর্ক বার্তার পর শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে এক জরুরী সভা আজ মহকুমা শাসক অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, মহকুমা শাসক মনোজ কুমার সাহা এবং বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য ভারী বর্ষণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগাম প্রস্তুত থাকতে বলা হয়। এছাড়াও মহকুমার নদীগুলির জলস্তর, বন্যাপ্রবণ এলাকা এবং ভূমি ধূস প্রবণ এলাকাগুলির উপর সতর্ক নজর রাখার বিষয়ে সভায় সলোচনা করা হয়। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয় উদ্ধারকারি দলগুলিকে।

