বৃক্ষরোপণ অভিযানে সকলকে যোগদানের আহ্বান কৃষিমন্ত্রীর

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২০ আগস্ট ।

বৃক্ষরোপণ কেবল বনায়নের বিষয় নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত চেতনার প্রতীকও বটে। বিশ্বব্যাপী তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বন উজাড় রোধ করা এবং আরও বেশি গাছ লাগানো অপরিহার্য। পারিবারিক অনুষ্ঠানে, শিশুদের নামে অথবা পিতামাতার স্মরণে গাছ লাগানো উচিত। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ ১৮ আগস্ট মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের মাঠে আয়োজিত এক মেগা বৃক্ষরোপণ কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন। রোটারি ক্লাব অফ অ্যাস্পায়ারিং আগরতলা এবং স্বামী বিবেকানন্দ কলেজের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করে। মন্ত্রী সকলকে এই ধরনের বৃক্ষরোপণ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ অ্যাস্পায়ারিং আগরতলার সভাপতি ড. দামোদর চ্যাটার্জি; সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত; স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ ড. হারাধন সাহা; এবং মোহনপুর পৌর কাউন্সিলর কার্তিক আচার্য্য প্রমুখ। অতিথিরা কলেজ প্রাঙ্গণে চারা রোপণ করেন, এবং কৃষিমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *