৭৯-তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দান

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৫ আগস্ট ।

৭৯-তম স্বাধীনতা দিবসের এই পূণ্য লগ্নে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।আমরা স্মরণ করছি, সেইসব স্বপ্নদ্রষ্টাদের যাঁরা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন।আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ভারতীয় সেনাবাহিনীর বীর জুওয়ানদের যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকেই সূচিত করেছে।সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সকলস্তরের অফিসার এবং কর্মীদের যারা অকুতোভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্দ্র প্রহরীর কাজ করছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী।’আত্মনির্ভর ভারত’ শুধু স্লোগান নয়, ১৪০ কোটি ভারতবাসীর নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প।মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদিজী বলেছেন, ‘আত্মনির্ভর ভারত’ শুধু সরকারি কার্যক্রম নয়, এটি হচ্ছে জন আন্দোলন।স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে।প্রযুক্তি, উদ্ভাবন, স্টার্ট-আপ, গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তা-ভাবনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্যেও ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রকে পাথেয় করে স্থানীয় উৎপাদিত পণ্যসামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছি।আমাদের দেশীয় পণ্য-সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগতমান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *