অগ্নিবীর নিয়োগ আগরতলায় নিয়োগ র‍্যালি

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৩ আগস্ট ।

অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া ফেজ-১-এর অঙ্গ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর শিলচর কার্যালয়ের উদ্যোগে ত্রিপুরার শর্টলিস্ট হওয়া প্রার্থীদের জন্য ২০-২৩ আগস্ট আগরতলায় একটি নিয়োগ র‍্যালি অনুষ্ঠিত হবে। নিয়োগ র‍্যালিটি আগরতলার বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষায় যারা পাশ করেছেন তাদেরকে এবার র‍্যালিতে ১.৬ কিমি দৌড় ও অন্যান্য শারীরিক যোগ্যতার পরীক্ষায় অংশ নিতে হবে। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ ইতিমধ্যে শর্টলিস্ট হওয়া বা না হওয়া প্রার্থীদের এ বিষয়ে যার যার ই-মেইল-এ জানিয়ে দিয়েছে এবং প্রার্থীদের আসন্ন শারীরিক যোগ্যতার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাদের অ্যাডমিট কার্ডও ই-মেইলে পাঠিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *