। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । 12 আগস্ট ।
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ আগস্ট শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে একটি মহকুমা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও তিনটি বিভাগে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সমবায় বিভাগের মন্ত্রী শুক্লচরণ নোয়াটিয়া। অনুষ্ঠানের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নের উপর জোর দিয়ে কাজ করছে। বর্তমানে, রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। তিনি মতামত ব্যক্ত করেন যে এই ধরনের কুইজ প্রতিযোগিতা আয়োজনের ফলে শিক্ষার্থীদের তথ্য শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। এছাড়াও, শান্তিরবাজার পৌর পরিষদের সভানেত্রী স্বপ্না বৈদ্য, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাপস দত্ত, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবক দেবাশিস ভৌমিক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন শান্তিরবাজারের এসডিএম মনোজ কুমার সাহা। এই কুইজ প্রতিযোগিতায় কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন এসডিএম মনোজ কুমার সাহা, ডিসিএম সোমেন দেব, কাকলি সাহা, সোম্যজিৎ দাস এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি কর্মকর্তা অনুপম পাল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায়, সপ্তাহব্যাপী ব্লক স্তর এবং মহকুমা স্তরে এই মেগা কুইজে চারটি দলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এছাড়াও, আরও চারটি দল ওয়াইল্ড কার্ড এন্ট্রি বিভাগে স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার সুযোগ পেয়েছিল। প্রতিযোগিতায়, তিনটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের প্রথম স্থান অধিকারীদের ৫,০০০ টাকা, প্রথম স্থান অধিকারীদের ৫,০০০ টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারীদের৫,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়েছিল। দ্বিতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৩,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও, দর্শকদের জন্য উন্মুক্ত কুইজে ১০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়েছিল। শান্তিরবাজারে, মহকুমা প্রশাসনের উদ্যোগে, এই প্রতিযোগিতাটি প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল।