হর ঘর তিরঙ্গা অভিযান

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৬ আগস্ট ।

কুমারঘাট মহকুমায় ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনটি পর্যায়ে এই অভিযান কুমারঘাট মহকুমায় সম্পাদন করা হবে। গত ৪ আগস্ট মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস সহ মহকুমা শাসক এন এস চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে প্রথম পর্যায়ে ৮ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের প্রাচীরে সাজসজ্জা করে সামাজিক মাধ্যমে তার ছবি প্রচার করা হবে। এছাড়া বিদ্যালয়গুলোর উদ্যোগে রঙ্গোলী প্রতিযোগিতা, তিরঙ্গার ইতিহাস বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা ও তিরঙ্গার মূল্যবোধ ও মর্মার্থ নিয়ে চিঠি লেখার আয়োজন করা হবে। স্থানীয় বাজারগুলোতে বাজার কমিটির উদ্যোগে আলোক সজ্জা করা হবে।

এই অভিযানে মহকুমায় দ্বিতীয় পর্যায়ে ৯-১২ আগস্ট কুমারঘাট পুর পরিষদের উদ্যোগে ত্রিপুরা শহুরে জীবিকা মিশনের ব্যবস্থাপনায় স্ব-সহায়ক দলগুলোকে যুক্ত করে জাতীয় পতাকা ক্রয়ের জন্য দু’টি স্টল খোলা হবে। দু’টি স্টলের পাশে দুটি সেলফি স্ট্যান্ড ও কুমারঘাট মোটর স্ট্যান্ডে আরও একটি সেলফি স্ট্যান্ড স্থাপন করা হবে। এই সেলফি স্ট্যান্ড গুলো থেকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ‘নেশা মুক্ত ত্রিপুরা’ ও ‘বাল্য বিবাহ রোধের’ উপর প্রচার করা হবে। তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে কুমারঘাট পুর পরিষদ এলাকার এম বাজার ও স্মার্ট পয়েন্টের সামনে আরও দু’টি সেলফি স্ট্যান্ড বসানো হবে। কুমারঘাট ও পেঁচারথল ব্লকের উদ্যোগে ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের ব্যবস্থাপনায় স্ব-সহায়ক দলগুলোকে যুক্ত করে ফটিকরায়, কাঞ্চনবাড়ি ও পেঁচারথল বাজার এলাকায় জাতীয় পতাকা বিক্রয়ের আরও তিনটি স্টল খোলা হবে। এই অভিযানে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে মহকুমার সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের উদ্যোগে তিরঙ্গা মিছিল সংগঠিত করা হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাজার এলাকায়।’হর ঘর তিরঙ্গা’ অভিযানের তৃতীয় পর্যায়ে অর্থাৎ ১৩-১৫ আগস্টের কর্মসূচির মধ্যে আগামী ১৩ আগস্ট সকাল ১১ টায় একটি সু-সজ্জিত বাইক মিছিল পাবিয়াছড়া স্কুল মাঠ থেকে বের হয়ে কুমারঘাট পুর পরিষদ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করবে। উল্লেখিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহকুমা শাসক এন এস চাকমা সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *