। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৮ জুলাই ।
কাশ্মীরের শ্রীনগরের কাছে দাচিগাম বনাঞ্চল ও লিদওয়াস এলাকার যৌথ সেনা অভিযানে বড় জঙ্গি দমন সফলতা অর্জিত হয়েছে। এই অভিযানে, গোপন সূত্রে খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ অঞ্চলটি ঘিরে ফেলে এবং বন্দুকযুদ্ধে তিনজন কুখ্যাত লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয়—সুলেমান ওরফে হাশিম মুসা (পাকিস্তানের প্রাক্তন সেনা ও পহেলগাঁও হামলার মূলচক্রী), আবু হামজা ও ইয়াসির। নিহতরা দীর্ঘদিন কাশ্মীরে সক্রিয় ছিল এবং পাকিস্তানের নাগরিক। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী কাশ্মীরে জঙ্গি সংগঠনের নেটওয়ার্কে বড় ধাক্কা দিল এবং পহেলগাঁও হামলার বদলা নেওয়া সম্ভব হল। ঘটনাস্থলে অভিযান (সন্ধ্যা পর্যন্ত) চলছিল, কারণ আশঙ্কা ছিল আরও জঙ্গি ওই অঞ্চলে রয়েছে। এই অভিযান কাশ্মীরে সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনার প্রয়াসে সরকারের সক্রিয়তা ও সাফল্যকে তুলে ধরেছে।