সংসদ গরম: অপারেশন সিন্ডুর ও পাহালগাম হামলা নিয়ে

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৭ জুলাই ।

সংসদের বর্ষাকালীন অধিবেশনে ‘অপারেশন সিন্ডুর’ ও ‘পাহালগাম হামলা’ নিয়ে রাজনীতি এখন তুঙ্গে। বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা দাবি করেছে, দেশের নিরাপত্তা প্রশ্নে কেন্দ্রীয় সরকার স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে এবং অপারেশন সিন্ডুরের ঘটনার পরেও সংসদে আলোচনা বিলম্বিত করেছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ মনে করিয়ে দিয়েছেন, অতীতে বাজপেয়ী সরকার কার্গিল যুদ্ধের পরে একটি রিভিউ কমিটি গঠন করেছিল, অথচ বর্তমান সরকার পাহালগামের মতো গুরুতর ঘটনায় এমন কোনও পদক্ষেপ নেয়নি। এই প্রেক্ষিতে বিরোধীরা চায়, সরকার সংসদে দাঁড়িয়ে জবাব দিক—কেন আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সেনাবাহিনী ও নাগরিকদের উপর হামলা এড়ানো যায়নি।সরকার শেষ পর্যন্ত ২৮ জুলাই লোকসভা ও ২৯ জুলাই রাজ্যসভায় অপারেশন সিন্ডুর ও পাহালগাম হামলা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় সম্মতি দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলোচনার সূচনা করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অপারেশন সিন্ডুরের সাফল্য ভারতের প্রতিরক্ষা কৌশল ও ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রশস্ত্রের অগ্রগতির প্রতিফলন। তবে বিরোধীদের মতে, শুধু অস্ত্র তৈরি নয়, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ—যেখানে সরকার বারবার ব্যর্থ হয়েছে।

এই আলোচনা ঘিরে সংসদে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। একদিকে যেখানে সরকার নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত, অন্যদিকে বিরোধীরা চাইছে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোতে আরও স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *