। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৬ জুলাই ।
সমগ্র দেশ গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে পালন করছে কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে সংঘটিত কার্গিল যুদ্ধ জয় করে দেশমাতৃকার গৌরব রক্ষা করেছিল। এই বিজয় শুধু সামরিক সাফল্য নয়, এটি সাহস, আত্মত্যাগ এবং দেশের প্রতি অটল বিশ্বাসের প্রতীক।এদিন সকাল থেকেই দিল্লির ইন্ডিয়া গেটে এবং কার্গিলের ড্রাস ওয়ার মেমোরিয়ালে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতমাতার সন্তানদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করে বলেন, “কার্গিলের প্রতিটি শহীদের ত্যাগ ভারতবাসীর হৃদয়ে চিরকাল জ্বলন্ত আগুনের মতো জেগে থাকবে।”সামরিক বাহিনীর তিন শাখার প্রধান, প্রাক্তন সেনানী, শহীদ পরিবার এবং হাজার হাজার সাধারণ মানুষ এই স্মরণোৎসবে অংশ নেন। সশস্ত্র বাহিনীর ব্যান্ডের মাধ্যমে বাজানো হয় দেশাত্মবোধক সুর, গগনভেদী “ভারত মাতার জয়” ধ্বনি উঠেছে আকাশ ছুঁয়ে।
এই দিনটি শুধু যুদ্ধের জয় নয় — এটি সাহসের জয়, আত্মত্যাগের জয়, দেশপ্রেমের জয়। তরুণ প্রজন্মকে দেশসেবার অনুপ্রেরণা জোগাতে কার্গিল দিবস নতুন করে আহ্বান জানায়—
“যারা জীবন দিল, তারা আজও বেঁচে আছে আমাদের রক্তের প্রতিটি কণায়।”