মিগ–২১ যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছে

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৫ জুলাই ।

ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। ৬০ বছরেরও বেশি সময় ধরে দেশের আকাশসীমা রক্ষায় নিয়োজিত মিগ–২১ যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর ‘প্যান্থার্স স্কোয়াড্রন’ থেকে এই বিমানকে বিদায় জানানো হবে, যা আজ পর্যন্ত বহু যুদ্ধ ও অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে এর অবদানের স্মৃতি স্মরণীয়। শীতল যুদ্ধকালীন সোভিয়েত প্রযুক্তিতে নির্মিত এই বিমান একসময় ভারতীয় বায়ুসেনার প্রধান ভরসা হিসেবে বিবেচিত হতো। অবসর ঘোষণা একটি আবেগঘন মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে, কারণ এটি দেশের সামরিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের শেষের ঘোষণা বহন করে। শেষ ফ্লাইটটি নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, যা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের এই অধ্যায়কে স্মরণ করাবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের বিমান বাহিনীতে স্থানান্তরের ইঙ্গিত বহন করবে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সিদ্ধান্ত নিরাপত্তা ও আধুনিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করার পাশাপাশি অতীতের এক বীর অধ্যায়কেও চিরস্মরণীয় করে রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *