আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৪ জুলাই ।

আজ এক ঐতিহাসিক সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের সরকারের যৌথ বৈঠকে ঘোষণা করা হয়েছে যে, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত সরাসরি নতুন একটি রেল পরিষেবা চালু করা হবে।এই নতুন রেলপথ চালু হলে উত্তর-পূর্ব ভারতের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন দ্বার উন্মোচিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ত্রিপুরা ও আশেপাশের রাজ্যগুলি বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে।এছাড়া পর্যটন খাতেও ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। আগরতলা ও চট্টগ্রামের মধ্যে সরাসরি রেল যোগাযোগ থাকলে দুই দেশের নাগরিকদের জন্য যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।পরিকাঠামোগত দিক থেকে, আগরতলা থেকে আখাউড়া হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন চলাচলের জন্য ইতিমধ্যেই রেলপথ নির্মাণ ও আধুনিকীকরণের কাজ প্রায় শেষ। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

এই উদ্যোগ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই দুই দেশের সরকার মনে করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *