ISRO-এর নতুন সাফল্য: সূর্যের দিকে ভারতের মহাকাশ অভিযানের দৃষ্টিপাত

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৩ জুলাই ।

আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (ইসরো) ঘোষণা করেছে তাদের পরবর্তী যুগান্তকারী মিশনের—“সৌর অভিযান – সূর্যায়ন”। এটি হবে ভারতের ইতিহাসে অন্যতম উচ্চাভিলাষী সৌর গবেষণা প্রকল্প, যার মূল লক্ষ্য হলো সূর্যের করোনা (সূর্যের বাইরের আবরণ) বিশ্লেষণ করা।এই প্রকল্পের অধীনে ২০২৬ সালে একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, যা সূর্যের ভৌত ও চৌম্বক বৈশিষ্ট্য, সৌর বায়ু (solar wind), এবং করোনা বিস্ফোরণের (coronal mass ejections) মতো ঘটনা বিশ্লেষণ করবে। এটি সূর্যের কার্যকলাপ সম্পর্কে গভীরতর বিজ্ঞানভিত্তিক তথ্য প্রদান করবে, যা পৃথিবীর জলবায়ু এবং যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব ফেলে।

এই মিশনটি Aditya-L1 মিশনের পরবর্তী স্তর হিসেবে ধরা হচ্ছে এবং এতে আরও উন্নত সেন্সর, অতিবেগুনী ও এক্স-রে ডিটেকশন সিস্টেম থাকবে। বিজ্ঞানীরা আশা করছেন, সূর্য সম্পর্কে এই তথ্য ভবিষ্যতের স্পেস-ওয়েদার সতর্কতা এবং উপগ্রহ-নির্ভর প্রযুক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ আজ বলেন, “সূর্য আমাদের প্রাণের উৎস। তাকে আরও ভালোভাবে জানা মানেই আমাদের ভবিষ্যৎ প্রযুক্তি ও পৃথিবীর নিরাপত্তাকে আরও উন্নত করা।”এই মিশনের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করল যে, বিজ্ঞান ও প্রযুক্তির দৌড়ে দেশ এখন বিশ্ব নেতৃত্বের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *