। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৩ জুলাই ।
২০২৬ সালের ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস এখন থেকেই নিজেদের প্রচার ও সাংগঠনিক কৌশল সাজাতে শুরু করেছে। আজ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসে, যেখানে অন্তত ১০টি রাজ্যে নির্বাচনী প্রচার এবং কর্মী মোতায়েন সংক্রান্ত রণনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যভিত্তিক দলের অবস্থান বিশ্লেষণ করে আসনভিত্তিক পরিকল্পনার খসড়াও তৈরি করা হয়েছে। বিশেষভাবে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠানো হবে।অন্যদিকে কংগ্রেস দল নতুন উদ্যমে মাঠে নামার পরিকল্পনায় ব্যস্ত। রাহুল গান্ধীর নেতৃত্বে “ভারত জোড়ো যাত্রা–২” শুরু করার প্রস্তুতি চলছে, যা দেশের দক্ষিণ থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত হবে। এই যাত্রার মাধ্যমে দলের পুরনো সংগঠনকে চাঙা করা এবং যুব ভোটারদের আকৃষ্ট করাই মূল লক্ষ্য। পাশাপাশি কংগ্রেস সামাজিক গণমাধ্যমে প্রচার জোরদার করতে একটি বিশেষ টিম গঠন করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম প্রস্তুতি থেকেই বোঝা যাচ্ছে ২০২৬ সালের নির্বাচন হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং কৌশলনির্ভর। সমস্ত রাজনৈতিক দলই জনসংযোগ এবং প্রযুক্তির ব্যবহারকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামছে।