। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২২ জুলাই ।
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকা পদত্যাগ করেছেন, যা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি তাঁর স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেন এবং চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁর মেয়াদকালজুড়ে সহযোগিতার জন্য।
ধনখড়ের এই পদত্যাগ একেবারেই অপ্রত্যাশিত ছিল। মাত্র কয়েকদিন আগেও তিনি পরবর্তী সাংবিধানিক দায়িত্ব পালন নিয়ে কথা বলেছিলেন এবং ২০২৭ সাল পর্যন্ত উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছিলেন। তাই তাঁর হঠাৎ ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, শুধু স্বাস্থ্যগত কারণ নয়—এই সিদ্ধান্তের পেছনে হয়তো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ কাজ করেছে। যদিও বিজেপি ও সরকারিভাবে জানানো হয়েছে, এটি শুধুই স্বাস্থ্যজনিত সিদ্ধান্ত।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ তাঁর পদত্যাগ গৃহীত করেছেন এবং প্রধানমন্ত্রী মোদী টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন। বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী, উপ-রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় রাজ্যসভার চেয়ারপারসনের দায়িত্ব আপাতত হরিবংশ নারায়ণ সিংহ পালন করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
জগদীপ ধনখড় ২০২২ সালের আগস্টে ভারতের ১৪তম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। পূর্বে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং তাঁর রাজনৈতিক জীবন বহু বিতর্ক, কূটনৈতিক পদক্ষেপ ও সাংবিধানিক কর্তব্য পালনের সাক্ষী। তাঁর এভাবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ইস্তফা দেওয়া নিঃসন্দেহে একটি বড় ঘটনা, যার প্রভাব আগামী দিনের ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে পারে।