। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২১ জুলাই ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি F‑7 BGI প্রশিক্ষণ জেট দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে চলছিল ক্লাস, ফলে প্রচুর ছাত্রছাত্রী ও শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
বিধ্বস্তের ফলে জেটটির পাইলট ঘটনাস্থলেই মারা যান। ভবনের ভেতরে থাকা বহু ছাত্রছাত্রী চাপা পড়েন ধ্বংসস্তূপের নিচে। এখন পর্যন্ত জানা গেছে অন্তত ১৬ থেকে ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও শিক্ষক। আহতের সংখ্যা শতাধিক, যাদের মধ্যে অনেকেই মারাত্মকভাবে দগ্ধ।
দুর্ঘটনার পরপরই বাংলাদেশ বিমানবাহিনীর উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আশেপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঢাকার হাসপাতালগুলোতে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এবং জরুরি রক্তের আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে একদিন জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনুস এই দুর্ঘটনাকে একটি ‘অপরিবর্তনীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেন। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা প্রশিক্ষণ চলাকালীন নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।