। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২০ জুলাই ।
প্রয়াত হলেন রাজ্যের দৈনিক সংবাদ পত্রের বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। দিল্লির এইমসে চিকিৎসা রত অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উনার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে হাবেলী সাপ্তাহিক পত্রিকা পক্ষ থেকে ও শ্রীদত্তভৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।