মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৭জুলাই ।

রাজ্য সরকার নাগরিকদের সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে, গতকাল তাঁর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির ৪৮তম সংস্করণে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।এই উদ্যোগের মাধ্যমে, মুখ্যমন্ত্রী জনগণের অভিযোগ সরাসরি শোনেন এবং সমাধানের জন্য পদক্ষেপ নেন। সরকার তার সামর্থ্য এবং সাধ্যমতো জনগণের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রাজ্য সরকার ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। তিনি বলেন যে, কোনও সরকারের পক্ষে একবারে ১০০% সমস্যা সমাধান করা সম্ভব না হলেও, ধাপে ধাপে সমাধানের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিবেদিতপ্রাণ এবং জনকল্যাণের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *