। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৭জুলাই ।
দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় বিলোনিয়ার শচীন দেববর্মণ-অডিটোরিয়াম কমপ্লেক্সে গতকাল দুই দিনের খাদ্য উৎসব শুরু হয়েছে। এই উৎসবের উদ্বোধন করে সমবায় মন্ত্রী শুকলাচরণ নোয়াতিয়া বলেন যে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফলে ভারত বর্তমানে বিশ্ব অর্থনীতিতে চতুর্থ স্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন যে সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজে ঋণ এবং প্রশিক্ষণের সুযোগ প্রদান করছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে রাজ্য সরকার যুবসমাজকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন দক্ষতায় সজ্জিত করার উদ্যোগ নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই ধরনের খাদ্য উৎসব অনেক তরুণকে স্বনির্ভর হতে অনুপ্রাণিত করবে এবং ব্লক এবং মহকুমা পর্যায়ে অনুরূপ অনুষ্ঠান আয়োজনের গুরুত্বের উপর জোর দেন। বিধায়ক স্বপ্না মজুমদার এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ সভাধিপতি দীপক দত্তও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনকে এই ধরণের উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং জনসাধারণকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে উৎসাহিত করেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি এবং দক্ষতা উন্নয়ন বিভাগের পরিচালক প্রদীপ কে। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মৈলাফ্রু মগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত দেববর্মা এবং অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবং কালেক্টর মোহাম্মদ সাজ্জাদ পি। খাদ্য উৎসবে মোট ২০টি খাবারের স্টল রয়েছে যেখানে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, চীনা এবং ঐতিহ্যবাহী ত্রিপুরী খাবারের পাশাপাশি ৯টি বিভাগীয় স্টল রয়েছে। উল্লেখযোগ্যভাবে, জেলা প্রশাসন এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে, ৬০ জন পুরুষ ও মহিলাকে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় খাদ্য প্রস্তুতির উপর এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণার্থীরা এখন মেলায় সুলভ মূল্যে বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার বিক্রি করছেন। খাবারের পাশাপাশি, উৎসবে বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

