। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা ।১৬ জুলাই।
শোভানশু শর্মা ভারতের মহাকাশ ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছেন। তিনি ভারতের প্রথম নাগরিক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ গিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন Axiom Mission 4 (Ax-4)-এর অংশ হিসেবে। এই মিশনটি মার্কিন সংস্থা Axiom Space-এর পরিচালনায়, NASA ও SpaceX-এর সহযোগিতায় সম্পন্ন হয়। ভারতের পক্ষ থেকে ISRO এই মিশনে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করেছে।Ax-4 মিশন শুরু হয়েছিল ২৭ জুন ২০২৫ এবং ১৫ জুলাই তাঁরা পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন। শোভানশু শর্মা SpaceX-এর Crew Dragon “Grace” ক্যাপসুলে করে মহাকাশে যান এবং আটলান্টিক মহাসাগরে অবতরণ করেন। প্রায় দেড় বছর ধরে তিনি মহাকাশযাত্রার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন, যেখানে তাঁকে মাইক্রোগ্র্যাভিটি, জরুরি পরিস্থিতি ও স্টেশন পরিচালনার পদ্ধতি শেখানো হয়।এই মিশনে ভারতের ব্যয় ছিল প্রায় ₹৫০০–৫৪৮ কোটি টাকা, যদিও শোভানশু শর্মা কোনও বেতন নেননি। তিনি এটিকে দেশের সেবার অংশ হিসেবে নিয়েছিলেন। ISS-এ তিনি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন, যা ভবিষ্যতের গগনযান মিশনের জন্য দারুণ মূল্যবান হবে। তাঁর পরীক্ষাগুলি মূলত জৈব প্রযুক্তি ও মহাকাশে মানুষের শরীরে পরিবর্তন সংক্রান্ত।এই মিশনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভা তাঁর সাফল্যকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং বহু রাজ্যের নেতা ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর পরিবারকে ফোন করে শুভেচ্ছা জানান। তাঁর এই অসাধারণ অর্জন ভারতের মহাকাশ প্রযুক্তিকে বিশ্বমানে পৌঁছে দিয়েছে এবং তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।শোভানশু শর্মার মহাকাশযাত্রা কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ভারতের মহাকাশ শক্তির আত্মবিশ্বাস ও ভবিষ্যতের প্রতি দৃঢ় প্রত্যয়ের প্রতীক।

