লোকসভায় আজ পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা ।১৪ জুলাই।

লোকসভায় পেশ হচ্ছে দেশের ২০২৫–২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকালে বাজেট পেশ করতে উঠলে গোটা দেশের নজর গিয়ে পড়ে তাঁর ঘোষণার দিকে। এটা তাঁর ধারাবাহিক সপ্তম বাজেট পেশ—যা ইতিহাসে একটি নজিরবিহীন রেকর্ড।সরকারের তরফে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে যে কৃষি, শিক্ষা এবং প্রতিরক্ষা এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। দেশের কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ, ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও নতুন শিক্ষা প্রকল্প, এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হতে পারে।এই বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য আয়করে ছাড়, ছোট ব্যবসায়ীদের জন্য সহজ ঋণপ্রাপ্তির সুযোগ এবং গরিবদের জন্য রেশন ও বাসস্থান প্রকল্পে জোর দেওয়া হতে পারে।বিশেষজ্ঞদের মতে, এটি ২০২৯ লোকসভা নির্বাচনের আগে সরকারের ‘জনমুখী বাজেট’ হিসেবে উঠে আসতে পারে, যেখানে সাধারণ মানুষের স্বার্থরক্ষাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

বাজেট পেশের পরদিন সংসদে তার ওপর বিস্তারিত আলোচনা হবে, এবং দেশজুড়ে নানা মহল থেকে প্রতিক্রিয়া আসবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *