। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১০ জুলাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফর আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি ঘানা, ট্রিনিডাড ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন।এই সফরের অন্যতম লক্ষ্য ছিল BRICS শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ, যেখানে তিনি ভারতের উন্নয়ন নীতি, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকার বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একাধিক বাণিজ্যিক ও কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সফরের সময় মোদি ব্রাজিল ও নামিবিয়া সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মাননা লাভ করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের মর্যাদা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে। ঘানার পার্লামেন্টেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয় এবং ভারত‑ঘানা ঐতিহাসিক সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার সূচনা হয়।আর্জেন্টিনায়, কৃষি ও প্রযুক্তিনির্ভর বাণিজ্য সম্প্রসারণ নিয়ে চুক্তি হয়েছে, যেখানে ভারতীয় প্রযুক্তি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।ট্রিনিডাড ও টোবাগো সফরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্যের সংযোগ আরও জোরদার হয়েছে।এই সফর ভারতকে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ভবিষ্যতমুখী অংশীদারিত্বে উন্নীত করার পথ সুগম করল, যা বিশ্বে ভারতের নতুন নেতৃত্বের ইঙ্গিত বলেই বিশ্লেষকরা মনে করছেন।