দেশব্যাপী ভারত বন্ধ

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৮ জুলাই।

আগামী বুধবার, ৯ জুলাই ২০২৫ তারিখে সারা দেশে পালিত হতে চলেছে এক বিশাল সাধারণ ধর্মঘট, যা ‘ভারত বন্ধ’ নামে পরিচিত। এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, যারা বিভিন্ন শিল্প, পরিষেবা ও সরকারি ক্ষেত্রে কর্মরত কোটি কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। অনুমান করা হচ্ছে, প্রায় ২৫ কোটি শ্রমিক এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যা এটিকে ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ শ্রমিক আন্দোলনে পরিণত করবে।

এই ধর্মঘটের প্রভাবে দেশের ব্যাঙ্ক, পরিবহণ, ডাকঘর, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, জল পরিষেবা এবং অন্যান্য সরকারি–বেসরকারি দফতরে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মঘটের পেছনে রয়েছে শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকারের লড়াই—যেখানে চুক্তিভিত্তিক নিয়োগের অবসান, ন্যূনতম মজুরি বৃদ্ধি, বেসরকারিকরণের বিরোধিতা, সামাজিক নিরাপত্তা ও পেনশনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি সামনে এসেছে।

পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য সরকার ধর্মঘট রুখতে প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে এবং জরুরি পরিষেবা সচল রাখতে পুলিশি নজরদারি ও কন্ট্রোল রুম খোলার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও বিভিন্ন শ্রমিক সংগঠন বলছে, এই আন্দোলন শান্তিপূর্ণ হবে এবং এর মাধ্যমে সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা যাবে—শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের দাবি উপেক্ষা করা আর চলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *