ইসরোর সেন্টার পরিদর্শনে উত্তর পূর্বাঞ্চলের ১০০ ছাত্রছাত্রী

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৫ জুলাই।

উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ১০০ জন ছাত্র-ছাত্রী ব্যাঙ্গালুরুতে ইসরোর বিভিন্ন সেন্টার পরিদর্শন কালে ভারতের মহাকাশ বিজ্ঞান ও গবেষনায় অর্জিত সাফল্যের সাক্ষী হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের নর্থ ইস্ট স্টুডেন্টস প্রোগ্রাম ফর অ্যাওয়েরনেস, রিচ, এন্ড নলেজ অন স্পেস (এনই-স্পার্কস) এর অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পেয়েছে। দু’দিনব্যাপী এই সফরে প্রথম দিন তারা ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক পরিদর্শন করেছে। দ্বিতীয় দিন সফল চন্দ্রায়ন ৩ মিশন-এর বিশেষ ফুটেজ সহ তাদের ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার সেটেলাইট মডেল, সেটেলাইট টেকনোলজি প্রভৃতি দেখারও সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতা তাদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করেছে এবং আগ্রহ জাগিয়েছে। এভাবে এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের মোট আটটি রাজ্য থেকে ৮০০ জন ছাত্র-ছাত্রী এই সুযোগ পাবে বলে এন ই সি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাছাড়া, ত্রিপুরায় বিভিন্ন প্রকল্পের জন্য এবছর জুন মাসে মোট ১ কোটি ৩১ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করেছে এন ই সি। তার মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরার গান্ধীগ্রামে গার্লস হোস্টেল নির্মাণ এবং মুন বনকুলে ধর্ম্ম দীপা স্কুলে হোস্টেল নির্মান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *