। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১লা জুলাই।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে, আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় রেলে প্রায় এক লক্ষ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই পদগুলির মধ্যে থাকবে গ্রুপ–C, গ্রুপ–D সহ বিভিন্ন টেকনিক্যাল এবং নন–টেকনিক্যাল বিভাগ। দীর্ঘদিন ধরে রেলে বহু পদ ফাঁকা ছিল এবং সেই শূন্যস্থান পূরণ করতেই এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। রেলের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য নতুন কর্মীদের প্রয়োজন, সেই কারণেই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হচ্ছে। এই নিয়োগে স্বচ্ছতা বজায় থাকবে এবং ডিজিটাল পদ্ধতিতেই সমগ্র প্রক্রিয়া পরিচালিত হবে।
মন্ত্রী আরও বলেন, রেল রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ও রেল রিক্রুটমেন্ট সেল (RRC) শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যেখানে পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা, আবেদনের নিয়ম ইত্যাদি জানানো হবে। রেল মন্ত্রকের এই ঘোষণা দেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে আশার আলো হয়ে উঠেছে।