ত্রিপুরায় পাওয়ার লাইনে ড্রোন নজরদারি

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১লা জুলাই।

ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা খাতে যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ, ১ জুলাই ২০২৫, বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এক প্রেস বৈঠকে ঘোষণা করেছেন যে রাজ্যে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ লাইনের ত্রুটি ও অবৈধ সংযোগ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো—বিদ্যুৎ লাইনের সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সেগুলিকে মেরামত করা, এবং যেসব জায়গায় অবৈধ সংযোগ রয়েছে, তা দ্রুত বিচ্ছিন্ন করা। ড্রোনের মাধ্যমে লাইভ ইমেজ ও ইনফ্রারেড থার্মাল সেন্সরের সাহায্যে বিদ্যুৎ লাইনের ওপর নজরদারি চালানো হবে।

মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ₹১৮০০ কোটি টাকার একটি আধুনিকীকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে:

  • একাধিক নতুন ১৩২ কেভি সাবস্টেশন তৈরি
  • বিদ্যমান সাবস্টেশনগুলির আধুনিকীকরণ
  • ৪০০ কেভি সাবস্টেশন নির্মাণ পরিকল্পনা — যা হতে চলেছে রাজ্যে প্রথম
  • বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিং

তিনি বলেন, “ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থাকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে গ্রাম হোক বা শহর—সকলেই নিরবিচারে বিদ্যুৎ পরিষেবা পাবেন। আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং শক্তিশালী পরিবহন ও বিতরণ ব্যবস্থাও গড়ে তোলা।”

ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড (TSECL) ও বিদ্যুৎ বিভাগ এই প্রকল্পের রূপায়ণে যৌথভাবে কাজ করবে। প্রাথমিকভাবে আগরতলা, সোনামুড়া, উদয়পুর ও ধলাই জেলায় এই ড্রোন-ভিত্তিক পর্যবেক্ষণ চালু হবে।

ড্রোন প্রযুক্তির প্রয়োগে বিদ্যুৎ খাতে এটি দেশের মধ্যে অন্যতম নতুন উদ্যোগ হতে চলেছে, যা ত্রিপুরাকে একটি টেকনোলজি-সক্ষম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *