বৈজ্ঞানিক সাফল্য

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা ।৩০ জুন।

আজকের বৈজ্ঞানিক সাফল্যের মধ্যে অন্যতম হলো ইউরোপীয় মহাকাশ সংস্থার সূর্যের দক্ষিণ মেরুর প্রথম দৃশ্যমান ছবি প্রকাশ, যা সৌর গবেষণায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে, চীন সফলভাবে উন্নত অপটিক্যাল কম্পিউটিং চিপ তৈরি করেছে এবং একধরনের নতুন কোষ-অর্গানেল উদ্ভাবনের মাধ্যমে জৈবপ্রযুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *