। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৯ জুন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ টেলেঙ্গানায় এক নিরাপত্তা বৈঠকে বড়সড় ঘোষণা করেছেন। তিনি জানান, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের মাওবাদী বা নক্সলবাদ সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। সরকারের মতে, এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। দীর্ঘদিন ধরে ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানার কিছু অংশে সক্রিয় থাকা নক্সলপন্থীদের বিরুদ্ধে এবার চূড়ান্ত লড়াই শুরু হবে।
সরকার নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করবে। গোয়েন্দা তথ্য আদান–প্রদানে আরও উন্নত সমন্বয় গড়ে তোলা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়িয়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় যৌথ অভিযান চালানো হবে। সেই সঙ্গে উন্নয়ন কর্মসূচিও চালু থাকবে, যাতে সেসব অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও রেশনব্যবস্থা পৌঁছে দেওয়া যায় এবং মানুষ সশস্ত্র পথে না যায়।
সরকার আত্মসমর্পণকারী নক্সলপন্থীদের জন্য বিশেষ পুনর্বাসন নীতির কথাও ভাবছে। অমিত শাহ বলেছেন, এই উদ্যোগ শুধুমাত্র অস্ত্র দিয়ে নয়, উন্নয়ন এবং আলোচনার মাধ্যমে দেশের জন্য স্থায়ী শান্তি আনার পথ তৈরি করবে। সরকার মনে করছে, ২০২৫–২৬ অর্থবছরের শেষের আগেই দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করা সম্ভব হবে। এখন নজর থাকবে, বাস্তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হয়।