। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৭ জুন।
রথযাত্রা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও জাগ্রত ধর্মীয় উৎসব। মূলত জগন্নাথদেব, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রার রথে আরোহন করে গুন্ডিচা মন্দিরে গমন উপলক্ষে এই উৎসবের সূচনা হয়েছে। ওড়িশার পুরী শহরে এই উৎসব সর্বপ্রথম শুরু হলেও বর্তমানে এটি বিশ্বের নানা প্রান্তে পালিত হয়, বিশেষত যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ আছেন।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেবের রথ বের হয়। বিশাল কাঠের তৈরি রথে বসে দেবতারা পুরী মন্দির থেকে প্রায় ২.৫ কিমি দূরের গুন্ডিচা মন্দিরে যান এবং সেখানে সাতদিন অবস্থান করেন। এরপর উল্টোরথে তাঁরা ফিরে আসেন। ভক্তরা বিশ্বাস করেন, এই রথের দড়ি টানলে অশেষ পুণ্যলাভ হয়, এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।
এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, একটি সামাজিক মিলনক্ষেত্রও বটে। হাজার হাজার মানুষ, নানা ধর্ম ও জাতিগোষ্ঠী থেকে এসে একসাথে প্রার্থনা করেন, রথ টানেন, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। কলকাতা, আগরতলা, শিলচর সহ বহু শহরে ইসকনের রথযাত্রা বর্তমানে একটি জনপ্রিয় জনসমাগমে পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রা উৎসব আমাদের শেখায় ঈশ্বরের প্রতি বিশ্বাস, সকলের সঙ্গে মিলেমিশে থাকার মানবিক শিক্ষা এবং ভক্তির মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি।
