রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৬ জুন।

রথযাত্রা উৎসব উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ত্রিপুরাবাসীর প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ‘রথযাত্রা রথের উৎসব হিসেবে পরিচিত। এই উৎসব মূলত ওড়িশা রাজ্যের পুরীতে এবং ভারতের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়ে থাকে। এই উৎসবের মাধ্যমে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার গুন্ডিচা মন্দিরে যাওয়ার বার্ষিক যাত্রাকে উদযাপন করা হয়। রথযাত্রা এক উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধার্মিক উৎসব। এই উৎসব একতা, সমতা এবং ভগবান ও ভক্তের মধ্যে বন্ধনের প্রতীক।’

রাজ্যপাল আশা প্রকাশ করেন এই উৎসব রাজ্যবাসীর জন্য আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি ও সৌভ্রাতৃত্ববোধ বয়ে নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *