মহাকাশে ভারতের গর্বের মুহূর্ত

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৬ জুন।

অক্ষর-৪ মিশনের সফল ডকিং: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন শুভাংশু শুক্লা

২৬ জুন, ২০২৫ – ভারতের তরফে বিশাল গর্বের মুহূর্ত তৈরি করলেন নভোচারী শুভাংশু শুক্লা। SpaceX–এর “Dragon Grace” ক্যাপসুলে চড়ে তিনি তাঁর আন্তর্জাতিক মহাকাশ মিশনের অংশ হিসেবে সফলভাবে ISS (International Space Station)-এ পৌঁছেছেন।এই মিশনটি Axiom Space ও NASA–র সহযোগিতায় পরিচালিত হয় এবং এটি হল বাণিজ্যিকভাবে পাঠানো চতুর্থ মানব মিশন – Axiom Mission 4 (Ax-4)।ডকিং-এর পরপরই স্টেশনের হ্যাচ খুলে দেওয়া হয় এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে হবে স্বাগত অনুষ্ঠান, যেখানে স্টেশনের বর্তমান সদস্যরা নতুন অতিথিদের স্বাগত জানাবেন।শুভাংশুর এই যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় রচনা করল। এটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এক ঐতিহাসিক মুহূর্তও—যেখানে একজন ভারতীয়, আন্তর্জাতিক মঞ্চে, মহাকাশ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *